স্পোর্টস ডেস্ক : চন্দিকা হাতুরাসিংকে চাকরিচ্যুত করার পর স্বল্প সময়ের জন্য ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তার আগে পুরনো দায়িত্ব নতুন করে পেয়েছেন সিমন্স।বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, বিসিবি-সিমন্স চুক্তি সম্পন্ন হয়ে গেছে।
আড়াই বছরের চুক্তি হয়েছে দুই পক্ষের। নতুন চুক্তিতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিমন্স। এ জন্য বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের সঙ্গে চুক্তি বাতিল করতে হয়েছে তাঁকে। তবে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের দায়িত্ব পালন করার জন্য বিসিবির অনুমতি পেতে পারেন সিমন্স।
মে মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যোগ দেওয়ার কথা তাঁর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।