
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৪২ রান সংগ্রহ করতে আফগানিস্তান। কিন্তু বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে স্কোর বোর্ডে ১৪৮ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে। যদিও শেষ বিকালে মোসাদ্দেক ও তাইজুলের ব্যাটিংয়ে ১৯৪ রানে দ্বিতীয় দিন শেষ করে। এখন তাদের ব্যবধান কমানোই মূল লক্ষ্য থাকবে তাদের।
তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমেছিন মোসাদ্দেক ও তাইজুল। প্রথম ওভারে নবির বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন তাইজুল। শেষ ব্যাটসম্যান নাঈমকে নিয়ে ব্যাটিং করছেন মোসাদ্দেক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ উইকেটে ২০৫ রান। এখনো ১৩৬ রানে পিছিয়ে আছে টাইগাররা।
এর আগে প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের শেষ ঘণ্টায় দারুণ দৃঢ়তা দেখিয়েছিলেন মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। উইকেট পতনের স্রোতে বাঁধ দিয়ে নবম উইকেটে দুজন গড়েছেন ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি।
দিন শেষে সাকিব আল হাসান বলেছিলেন, শেষ দুই জুটিতে তৃতীয় দিন সকালের সেশন পুরোটি কাটিয়ে দিতে চাইবে দল। মোসাদ্দেক ও তাইজুল যেভাবে ব্যাট করেছেন, তাতে কাজটি অসম্ভব মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক।
এছাড়া প্রথম দিনে আফগানিস্তানের চেয়ে যতোটা পিছিয়ে ছিলো বাংলাদেশ, দ্বিতীয় দিনে সেখান থেকে পিছিয়ে পড়েছে আরও। তবে এখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের আশা ‘ম্যাজিক্যাল’ কিছু করে দেখাবে দল।
সেটির জন্য অবশ্য কয়েকটি ধাপ দেখিয়েছেন সাকিব। শুরুতে প্রথম ইনিংসের শেষ দুই জুটিতে আফগানগের সঙ্গে রানের ব্যবধান কমিয়ে আনতে হবে। এরপর বোলিংয়ে করতে হবে দুর্দান্ত কিছু। তার পর শেষ ইনিংসে ব্যাটিংয়ে হতে হবে দায়িত্বশীল।
প্রতিটি ধাপই কঠিন। কিন্তু জিততে হলে এখন এই কঠিন পথই পেরুতে হবে বাংলাদেশকে।
ম্যাচটি সরাসরি…….
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


