আন্তর্জাতিক ডেস্ক: শিকারের জন্য চিতাবাঘ অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত শিকারকে নিজের আয়ত্নে নিয়ে আসতে না পারে ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকে চিতা। অনেক সময় গাছে উঠেও রক্ষা পাওয়া যায় না। ঠিক তেমনই একটি ঘটনা ঘটে গেল ভারতের মধ্যপ্রদেশে।
লিকলিকে একটি গাছের মগডালে চড়ে একটি চিতাবাঘ, তার ঠিক কয়েক হাত দূরেই অন্য একটি গাছের মগডালে হনুমানের বাচ্চা। অনেক ক্ষণ ধরেই শিকার ধরার চেষ্টা করছিল চিতাবাঘটি। কিন্তু এ গাছ ও গাছ লাফিয়ে নিজেকে বাঁচাচ্ছিল বাচ্চা হনুমানটি।
চিতাবাঘও নাছোড়। শিকার তাকে ‘ঘোল’ খাওয়ালেও সহজে দমেনি। শেষমেশ শিকার ধরতে গাছের মগডালে চড়ে বসল চিতাবাঘ। প্রায় ২০ ফুট উঁচু গাছের মগডালে পৌঁছে পাশের গাছের মগডালে বসে থাকা শিকারের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল। সুযোগ বুঝে শিকার লক্ষ্য করে পাশের গাছে লম্বা একটা লাফ দিল বাঘটি। শিকারকে নিয়েই ৩০ ফুট উঁচু থেকে আছড়ে পড়ল মাটিতে। তবে এত উঁচু থেকে মাটিতে পড়েও কোনো আঘাত লাগেনি চিতাবাঘের। শুধু তাই-ই নয়, শিকারকে কিন্তু হাতছাড়াও করেনি সেটি।
মধ্যপ্রদেশের পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রে এমনই বিরল দৃশ্য ধরা পড়েছে। বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকেই ভিডিওটি শেয়ার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
যুদ্ধ করছিলেন চন্দ্রশেখর, ৩৮ বছর পর বরফের নিচ থেকে উদ্ধার ভারতীয় সেনার অক্ষত মরদেহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।