বিনোদন ডেস্ক : উইল স্মিথের ক্ষেত্রে একটি প্রবাদ খুব যায়, সেটি হলো, একই অঙ্গে কত রূপ! কারণ, তিনি একাধারে একজন অভিনেতা, প্রযোজক এবং র্যাপার।
আমেরিকান এই অভিনেতা বিশ্বজুড়ে তার অসাধারণ অভিনয়শৈলীর জন্য বিখ্যাত। কিন্তু তিনি যে একইসঙ্গে ভালো গানও গান, সেটাইবা কয়জন জানেন। উইল স্মিথ একজন র্যাপার হিসেবেও কিন্তু দুর্দান্ত। আবারও নিজের এই প্রতিভার জানান দিতে আসছেন ২৮ মার্চ। নিজের গানের দ্বিতীয় অ্যালবাম নিয়ে এদিন ফিরছেন উইল।
১৪ মার্চ (শুক্রবার) উইল ঘোষণা করলেন যে, ২০ বছর পর তার প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশিত হতে যাচ্ছে ২৮ মার্চ (শুক্রবার)।
অভিনেতার শেষ অ্যালবাম, ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশিত হয়েছিলো ২০০৫ সালের মার্চ মাসে।
স্মিথের ১৪-ট্র্যাক অ্যালবামে সহযোগী হিসেবে আছেন ডিজে জ্যাজি জেফ, যার সাথে স্মিথ প্রথম সঙ্গীতে তার ছাপ ফেলেছিলেন। সেইসঙ্গে আছেন টেয়ানা টেলর ও জ্যাক রস।
ধ র্ষ ণে র বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে আমাকে শোয়ার শর্ত দিয়েছে
ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করে উইল স্মিথ লিখেছেন, ‘এটা অফিসিয়াল ঘোষণা! আমার নতুন অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। আর মাত্র দুই সপ্তাহ! আমি এটা আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে আগ্রহী।’ বলা দরকার, জানুয়ারিতে তার সর্বশেষ একক গান ‘বিউটিফুল স্কারস’ প্রকাশের সময় তিনি প্রথম ঘোষণা করেছিলেন যে, তিনি একটি নতুন অ্যালবাম প্রকাশ করবেন।
অভিনয়ের পাশাপাশি গানকে ভালোবাসেন উইল। তাইতো তিনি গানের শিকড়ে ফিরে যান বারবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।