জুমবাংলা ডেস্ক : কুলুসুম নিজে অবস্থাসম্পন্ন পরিবারের গৃহবধূ। স্বামী-পুত্র থাকেন প্রবাসে। এরপরও নিজে প্রতারণার জাল বিছিয়েছেন সুকৌশলে। মিথ্যা পরিচয়ে গৃহপরিচারিকা সেজে চুরি করেন বিভিন্ন বাসা-বাড়িতে। চট্টগ্রামে এমন এক নারী প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। সোমবার (২১ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, কুলসুমের কাছ থেকে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, লোহাগাড়ার নোয়াবিলে কুলসুম চট্টগ্রাম শহরে এসে পরিচয় দেন আছিয়া। কারও কাছে তিনি হাসিনা আবার কারো কাছে কুনসু নামেও পরিচিত। শহরে আশপাশের লোকজন জানে তার বাড়ি বাঁশখালী। বদলে ফেলেছিলেন বাবা ও স্বামীর নাম। বদলে যাওয়া নাম, অভিভাবক আর বাড়ির ঠিকানা দিয়েই কাজ নেন বিভিন্ন বাসায়। ব্যবহার করেন অন্যের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল সিম। সেটিও প্রতারণার মাধ্যমে নেওয়া। পুলিশ জানিয়েছে, মিথ্যা পরিচয় দিয়ে তিনি গৃহপরিচারিকার কাজ নিতেন বিত্তশালীদের বাড়িতে। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যেতেন তিনি ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গেলো তিন নভেম্বর নগরীর ঘাটফরহাদ বেগ এলাকায় একটি বাসা থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে সন্ধ্যান মিলে এই কথিত গৃহপরিচারিকার। প্রযুক্তির সহায়তায় গেলো বৃহস্পতিবার লোহাগড়া থানার নোয়াবিল এলাকায অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। পরে ১৮ তারিখ রিমান্ডে এনে জিজ্ঞাসবাদের ভিত্তিতে তার দেয়া তথ্য মতে লোহাগাড়া নোয়াবিল এলাকার তার বাসা থেকে গতকাল রোববার চোরাই স্বর্ণালংকার বিক্রির চার লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি মহসিন আরও জানান, কুলসুম স্বীকার করেছে চুরি করার উদ্দেশে গৃহকর্মী হিসেবে কাজ নেয়। ঘাটফরহাদবেগের বাসায তিনদিন পরে তাকে স্থায়ী নিয়োগ দেয়। পরে সুযোগ বুঝে স্বর্ণালংকার ও নদগ টাকা নিয়ে পালিয়ে যায় কুলসুম।
পুলিশ জানিয়েছে , বদলে যাওয়া নাম, অভিভাবক আর বাড়ির ঠিকানা দিয়েই কাজ নেন বিভিন্ন বাসায় কুলসুম। ব্যবহার করেন অন্যের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল সিম। সেটিও প্রতারণার মাধ্যমে নেওয়া। বাসা-বাড়িতে কাজের সময় ঘোমটা পরেন লম্বা করে। যাতে কেউ চেহারা বুঝতে না পারে। অপেক্ষায় থাকেন সুযোগের। তারপর একদিন টাকা, মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গা-ঢাকা দেন তিনি।
সঠিক যাচাই বাছাই করে গৃহপরিচারিকা নিয়োগ দেয়ার কথা বলছেন সিএমপির উপ-কমিশনার এস এম মেহেদী হাসান। বাসায় যেকোনো সহকারী রাখার ক্ষেত্রে জাতীয় অবশ্যই পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দিতে নগরবাসীকে অনুরোধ করেছে পুলিশ।
কুলসুমকে পেশাদার প্রতারক ধরে নিয়ে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ। সঙ্গে আর কোনও চক্র জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।