২০ মিনিটের চার্জে বাইক চলবে ৭২০ কিলোমিটার

SmartTech Bike

মাত্র বিশ মিনিটের চার্জে বাইকটি চলবে ৭২০ কিলোমিটার। শুনতে অবাক হলেও বাস্তবে রাস্তায় অনেক অত্যাধুনিক প্রাইভেট কারকে হার মানাতে প্রস্তুতি বাইকটি। ব্যতিক্রমী এ বাইকের সামনে রয়েছে ১২ ইঞ্চির টাচস্ক্রিন। পেছনে হেলান দিয়ে বসার ব্যবস্থা রয়েছে।

SmartTech Bike
অ্যাডভেঞ্চারের সব সামগ্রী বহন করার জন্য জায়গা রাখা হয়েছে। তার মানে অ্যাডভেঞ্চার বাইক হিসেবে বাইকটি ভালোই পারফর্ম করবে। বাইকটি প্রতি ঘন্টায় ২০১ কিলোমিটার গতিবেগে চলার জন্য সম্পন্ন প্রস্তুত। পরিবেশ দূষণ রোধ করার জন্য বিশ্বজুড়ে ইলেকট্রিক বাইকের বেশ চাহিদা রয়েছে।

মানুষের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক উদ্ভাবনী বাইক নিয়ে হাজার হচ্ছে ই-বাইক কোম্পানিগুলো। বাইকের কার্যক্ষমতা ও ডিজাইনে পরিবর্তন আনার জন্য উদ্ভাবনী বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে।

থাইল্যান্ডের প্রতিষ্ঠান স্মার্টটেক বাইক ইতিহাসের সমস্ত রেকর্ড ভাঙতে প্রস্তুত। সাম্প্রতিক সময় ৪৫ তম ব্যাংকক মটর শোতে নিজেদের উদ্ভাবিত নতুন বাইক বিশ্ববাসীর সামনে হাজির করেছে তারা। তাদের নতুন ক্রুজার বাইকটি বাজারে অন্যান্য ইলেকট্রিক গাড়িকে হার মানাতে প্রস্তুত।

ফেলো মডেলের বাইক চার্জ হতে মাত্র সময় নেবে ২০ মিনিট। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান এবং অনেক মালামাল বহন করতে চান তাহলে এ বাইকটি আপনার জন্য আদর্শ হবে। কেননা মালামাল বহন করার জন্য বিশেষ জায়গা রাখা হয়েছে।

তবে এ বাইকের ব্যাটারি স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি। এক গাড়ির ব্যাটারি দিয়ে অন্য গাড়ির ব্যাটারিতে চার্জ করা যাবে। সামনে টাচস্ক্রিন ডিসপ্লে যোগ করার বিষয়টি চমক ছিল। তাছাড়া নেভিগেট করার জন্য মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন তো রয়েছে।

৩৬০ ডিগ্রি কোণের ক্যামেরা যোগ করা হয়েছে। সুরক্ষার জন্য এন্টিলক ব্রেকিং সিস্টেম রয়েছে এ বাইকের চাকাতে। বাইকটি ওজনে ভারী এবং আয়তনে বড়। এজন্য এখানে এবিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম দেওয়া হয়েছে। তবে বাইকটির দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।