জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার নাস্তিপুর সীমান্ত থেকে ২ কেজি ৩৪১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ মোছা. শাহানারা (৪৮) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মোছা. শাহানারা নাস্তিপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বুধবার দুপুরে গোপন সূত্রে খবর আসে নাস্তিপুর সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে। এ খবরের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯/৬-আর হতে ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে নাস্তিপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় গ্রামের রাস্তায় একটি অটোরিক্সার গতিরোধ করা হয়। এ সময় বিজিবির নারী সদস্যরা অটোরিক্সার যাত্রী মোছা. শাহানারার দেহ তল্লাশিকালে তার বুকের মধ্যে বিশেষভাবে লোকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে দর্শনা থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করে আটক পাচারকারী শাহানারাকে দর্শনা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সাথে জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।