আপনি যদি ২০ হাজার রুপি অথবা ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। মাঝারি বাজেটের সেরা ৫টি স্মার্টফোন নিয়ে আজকে আলোচনা করা হবে। পাশাপাশি এসব স্মার্টফোনের ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলে ধরা হবে।
Vivo T2 5G
আগের মডেল থেকে এই স্মার্টফোনে যথেষ্ট আপগ্রেড নিয়ে আসা হয়েছে। স্মার্টফোনটিতে এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৪৪ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচারও ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির চারটি ইতিবাচক দিক হচ্ছে:
- উজ্জ্বল এমোলেড ডিসপ্লে
- ক্যামেরার ইতিবাচক পারফর্মন্যান্স
- টেকসই ব্যাটারি লাইফ
- সবমিলিয়ে সন্তোষজনক পারফরমেন্স
স্মার্টফোনটির নেতিবাচক দিক:
- আগে থেকেই অগুরুত্বপূর্ণ সফটওয়্যার ইনস্টল করা ছিল
- ডুয়েল স্পিকারের ফিচার নেই
- আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্সের অস্তিত্ব নেই
Iqoo Z7 5G
স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মনসিটি ৯২০ চিপসেট ব্যবহার করা হয়েছে। পলিকার্বনেট ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনটি যথেষ্ট প্রিমিয়াম মনে হবে। স্মার্টফোনটিতে গেমিং পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে।
স্মার্টফোনটির ইতিবাচক দিক:
- উজ্জল এমোলেড ডিসপ্লে
- ক্যামেরার সন্তোষজনক পারফর্মন্যান্স
- টেকসই ব্যাটারি লাইফ
স্মার্টফোনটির নেতিবাচক দিক:
- আল্ট্রা-ওয়াইড ক্যামেরার ফিচার দেওয়া নেই
- ডুয়েল স্পিকারের ফিচার নেই
OnePlus Nord CE 3 Lite
মার্কেটে সুদর্শন ডিজাইনের স্মার্টফোনের মধ্যে এটি একটি। স্মার্টফোনটিতে আকর্ষণীয় লাইম গ্রিন কালার ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি স্মার্টফোনটি ৫০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা চালিত হবে। এখানে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও দেওয়া হয়েছে। স্মার্টফোনের প্রাইমারি ক্যামরা ১০৮ মেগাপিক্সেল।
স্মার্টফোনটির ইতিবাচক দিক:
- স্মার্টফোনটির অসাধারণ বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন
- সন্তোষজনক পারফর্মন্যান্স
- টেকসই ব্যাটারি লাইফ
স্মার্টফোনটির নেতিবাচক দিক:
- এখানে কোন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স নেই
- অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা হয়েছে
Moto G72
এই স্মার্টফোনটিতে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে ১০৮ মেগাপিক্সেল। Moto G72 স্মার্টফোনে 5g এর ফিচার দেওয়া হয়নি।
স্মার্টফোনের ইতিবাচক দিক:
- চমৎকার মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স
- সন্তোষজনক ক্যামেরা পারফর্মন্যান্স
- ক্লিন সফটওয়্যার
- টেকসই ব্যাটারি লাইফ
স্মার্টফোনের নেতিবাচক দিক:
- ৫জি সাপোর্ট নেই
- আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকলে ভালো হতো
- দাম তুলনামূলকভাবে বেশি
Realme 9 5G SE
রিয়েলমির হ্যান্ডসেটে ১৪৪ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে । ৫০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। পাশাপাশি ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
স্মার্ট ফোনের ইতিবাচক দিক:
- পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে
- টেকসই ব্যাটারি লাইফ
- ডিসপ্লের কোয়ালিটি ভালো
স্মার্ট ফোনটির নেতিবাচক দিক:
- অপর জন্য সফটওয়্যার ইনস্টল করা হয়েছে
- কোন আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স নেই
উপরে উল্লেখ করা ৫টি স্মার্টফোন স্বল্প বাজেটের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আপনি যে ধরনের ফিচার চান তা বিবেচণায় নিয়েই স্মার্টফোন ক্রয় করতে হবে। তবে এ ৫টি স্মার্টফোনের মধ্যে Vivo T2 5G হ্যান্ডসেটকে সবার উপরে রাখা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।