Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ চ্যানেলে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী চার জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি’র।
এ নৌকাতে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার চেষ্টা করছিল। এক ফরাসি কর্মকর্তা একথা জানান।
নর্ড বিভাগের ওই কর্মকর্তা জানান, নৌকাটি ডুবে যাওয়ায় এক ব্যক্তি পানিতে পড়ে প্রাণ হারায়। এ ঘটনায় ১৪ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়। পরে এদের মধ্যে তিন জন মারা যায়। যাদের উদ্ধার করা হয়েছে তাদের কয়েকজন হৃদরোগ এবং অন্যরা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



