স্পোর্টস ডেস্ক: ভূমিকা বদলে ছয় বছর পর স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় ফিরলেন জাভি হার্নান্দেজ। কাতারের আল সাদ ক্লাবের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার হেড কোচ হচ্ছেন তিনি। ক্লাবটির কিংবদন্তি এই ফুটবলারকে এবার নিতে হবে কোচ হিসেবে দলকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব। শনিবার সকালে ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জাভির কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বার্সা।
চলতি মৌসুমের পুরোটা ও আগামী দুই মৌসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাভি। সোমবার ক্যাম্প ন্যুয়ে দর্শকদের সামনে নতুন পরিচয়ে হাজির হবেন এই স্প্যানিশ কিংবদন্তি। এরপর একটি সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে তার।
বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন জাভি। ১৯৯৮ সালে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক হওয়া জাভি খেলেছেন ২০১৫ সাল অবধি। বিদায়ের সময় বার্সেলোনা হয়ে সবচেয়ে বেশি ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ডও ছিল তার দখলে। পরে ৭৭৮ ম্যাচ খেলে সেটি ভাঙেন লিওনেল মেসি।
এর মধ্যে জিতেছেন ২৫টি মেজর শিরোপা। ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি কোপা দেলরে, দুটি ক্লাব বিশ্বকাপ, দুইটি ইউরোপিয়ান সুপার কাপ ও ছয়টি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। পরে আল সাদে গিয়ে ২০১৯ সালে ক্যারিয়ার শেষ করার পর কোচের দায়িত্ব নেন জাভি। সেখানে জেতেন মোট ৭টি শিরোপা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।