স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের পর টোকিওতে শুরু হয়েছে প্যারালিম্পিক। সেখানে ভালো ফল করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। খবর ডয়চে ভেলে’র।
জ্যাভলিন থ্রো-তে অলিম্পিকে সোনা পেয়েছিলেন ভারতের নীরজ চোপড়া। কিন্তু শুটিংয়ে ব্যর্থ হয়েছিলেন ভারতীয়রা। প্যারালিম্পিকে ভারত সোনা পেল সেই শুটিংয়ে। ভারতীয় শুটার অবনী লেখারা সোনা এনে দিলেন ভারতকে। এই প্রথম একজন ভারতীয় নারী অ্যাথলিট সোনা পেলেন প্যারালিম্পিকে। এটাই এবারের প্যারালিম্পিকে ভারতের প্রথম সোনা। এর আগে তিনটি রুপো পেয়েছে ভারত।
অবনীর বয়স ১৯ বছর। তিনি বিশ্বরেকর্ড ছুঁয়েছেন। যোগ্যতা অর্জনকারী রাউন্ডে তিনি সাত নম্বরে ছিলেন। কিন্তু ফাইনালে অন্য অবনীকে দেখেছে টোকিও। তার ফাইনাল স্কোর ছিল ২৪৯ দশমিক ছয়।
এর আগে টেবিল টেনিসে ভাবিনাবেন পটেল রুপো জেতেন। তিনিই প্রথম ভারতীয় নারী ক্রীড়াবিদ যিনি টেবিল টেনিসের ফাইনালে উঠেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের ইং ঝৌ। কিন্তু চীনের ঝৌয়ের কাছে হেরে যান ভাবনাবেন। রুপো জেতেন তিনি। হাই জাম্পে নিষাদ কুমারও রুপো পান।
ডিসকাস থ্রোতে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। বিনোদ কুমার এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন। কিন্তু বেশ কয়েকটি দেশ তাকে নিয়ে আপত্তি জানায়। তাই তাকে নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।