২১শে ফেব্রুয়ারি শুভশ্রীর কাছে ভ্যালেন্টাইনস ডে

শুভশ্রী

বিনোদন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু ওপার বাংলার তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কাছে ভালোবাসা দিবস ২১ ফেব্রুয়ারি! অনেকেই হয়তো ভাবছেন, একুশে ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিন কিভাবে ভালোবাসা দিবস হয়?

শুভশ্রী

ইনস্টাগ্রামে কারণটা জানালেন শুভশ্রী নিজেই, আজ তাঁর স্বামী রাজ চক্রবর্তীর জন্মদিন। আজ দুপুরে ইনস্টাগ্রামে পরিচালক স্বামীর সঙ্গে তোলা ছবি দিয়ে শুভশ্রী লিখেছেন, ‘আজই [২১ ফেব্রুয়ারি] আমার ভালোবাসা দিবস।

কারণ আজ আমার ভালোবাসার মানুষের জন্মদিন। ওগো আমার ভালোবাসার মানুষ, জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানাই তোমাকে। আমার জীবনে যা অর্জন তুমি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। সদা সুখে থেকো, ঈশ্বর তোমার সব চাওয়া পূর্ণ করুক।’

শকুন্তলমের ফার্স্টলুকে মোহনীয় সামান্থা

২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান হয় রাজের। সেবছর ১১ মে বিয়ে হয় তাঁদের। তারও দুই বছর আগে ‘অভিমান’ ছবির শুটিং করার সময় দজনের প্রেম শুরু হয়েছিল। বিয়ের দুই বছরের মধ্যে তাঁদের ঘরে এসেছে পুত্র যুবান।