জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে সুষ্ঠু গবেষণার পরিবেশ ও প্রকাশনা বিষয়ক সচেতনতা তৈরি করতে ১২ সপ্তাহব্যাপী অনলাইনভিত্তিক একটি রিসার্স কোর্স আয়োজন করতে যাচ্ছে গবেষণা ও শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ‘রিকানেক্ট’। এই রিসার্স কোর্সে অংশগ্রহণকারীরা গবেষণার মৌলিক ধারণা, গবেষণা টপিক নির্বাচন, রিসার্স প্রপোজাল তৈরি ও ভালো মানের জার্নালে আর্টিকেল প্রকাশ করতে প্রয়োজনীয় নির্দেশনাবলী পাবেন।
কোর্সটির ইন্টস্ট্রাক্টর ও অস্ট্রেলিয়ায় পিএইচডি গবেষক আজিজ মুনির জুমবাংলা’কে জানান, এই কোর্সটি নবীন গবেষক ও গবেষণায় আগ্রহীদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। বিশেষত বাংলাদেশের ভঙ্গুর গবেষণা পরিবেশ, গবেষণা বিষয় নির্বাচন, গবেষণা নিয়ে ভুল ধারণা-ভীতি, একাডেমিক লেখার মান ও সার্বিক সীমাবদ্ধতা বিবেচনা করে এই কোর্স কন্টেন্ট তৈরি করা হয়েছে।
এই কোর্সটির বিশেষ বৈশিষ্টগুলো হলো:
এক. প্রতি কোর্সের সাথে থাকছে কোর্স সম্পর্কিত রিসোর্স, যেমন লেকচার শীট ,গবেষণা প্রবন্ধ, বুক চ্যাপ্টার। তাছাড়া বাংলাদেশের নানা সামাজিক সমস্যা নিয়ে সুনির্দিষ্ট রিসার্স থিমের উপর একটি সমৃদ্ধ বিবিলিওগ্রাফি। যা অংশগ্রহণকারীদের গবেষণার বিষয় নির্বাচন করতে সহায়তা করবে। কোর্স শেষে প্রায় ৩০টি আর্টিকেল পড়া হয়ে যাবে। ফলে একাডেমিক আর্টিকেল পড়ার অভ্যাস তৈরির পাশাপাশি লিখার স্কিল তৈরি ও জার্নাল সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে।
দুই. কোর্স চলাকালে নিজের সম্ভাব্য গবেষণা টপিক বাছাই করে একটি রিসার্স প্রোপোজাল ডেভেলপ করার সুযোগ থাকবে । যেটি কোর্সের ১০ মডিউলে জমা দিতে হবে এবং কোর্সের ১২ মডিউলে প্রেজেন্টেশন দিতে হবে। পরবর্তী সপ্তাহে রিসার্স প্রোপোজাল নিয়ে ফিডব্যাকসহ ওয়ান টু ওয়ান পর্যালোচনা ও সাজেশন দেয়া হবে। তাছাড়া বাছাই করা রিসার্স প্রোপোজাল থেকে যৌথভাবে উন্নতমানের জার্নালে আর্টিকেল পাবলিশ করার সুযোগ থাকবে।
তিন. কোর্স চলাকালে একটি রিসার্স লগ (Research Information Skills Assessment) প্রস্তুত করতে হবে। যেখানে সম্ভাব্য গবেষণা প্রজেক্টের থিওরি, মেথডস ও সম্ভাব্য সকল জার্নাল সোর্স ও রেফারেন্স সম্পর্কে একটি সামগ্রিক ধারণা থাকবে।
চার. দেখা গেছে, বাংলাদেশিদের গবেষণা আর্টিকেল লেখার প্রধান সমস্যা হচ্ছে, লিখার ধারাবাহিকতা, উপস্থাপনা ও নিজস্ব আর্গুমেন্ট বা থিউরিটিক্যাল রিফ্লেকশন না থাকা। তাই আলাদা দুইটি মডিউলে এডাডেমিক রাইটিং ও স্কিলস’র উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব কৌশল সম্পর্কে অবহিত করা হবে।
পাঁচ. গবেষণার জন্য প্ৰয়োজনীয় ডিজিটাল স্কিল, ইনফরমেশন স্কিল ও মৌলিক সফটওয়ার নিয়ে ধারণা দেয়া হবে। তাছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপসহ নানা বিষয়ে সঠিক ধারণা দেয়া হবে।
তরুণ প্রজন্মকে গবেষণা সম্পর্কে সঠিক ধারণা ও মানসম্পন্ন গবেষক তৈরিতে ১২ সপ্তাহব্যাপী এই কোর্সটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে https://bit.ly/3nau7ap অথবা রিকানেক্ট’র ফেসবুক পেইজে https://www.facebook.com/bdeduresearch যোগাযোগ করুন।
আর যেকোন প্রশ্নের উত্তর জানতে ইমেল করুন [email protected] এই ঠিকানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।