বিনোদন ডেস্ক: ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে জীবিত থাকা অবস্থায়ই মৃত দেখানোয় টুইটারে ক্ষোভ ঝেড়েছিলেন প্রবাসী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। অবশেষে, মঙ্গলবার রাতে ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন তসলিমা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে তসলিমা নাসরিনের ফেসবুক পেজে গিয়ে আর রিমেমবারিং তসলিমা নাসরিন লেখাটি দেখা যায়নি। ইতোমধ্যে, ফেসবুক অ্যাকাউন্টটি আগের রুপে ফিরে পেয়েছেন তসলিমা। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরটিও টুইট করে জানিয়েছেন তিনি।
অ্যাকাউন্ট ফিরে পেয়েই তসলিমা স্ট্যাটাস আপডেট করেছেন। সর্বশেষ দেয়া স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন- জি-হা-দিদের প্ররোচনায় ফেসবুক আমাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল প্রায় একুশ ঘণ্টা আগে। এই একুশ ঘণ্টা আমি পরকালটা দেখে এসেছি। ‘উনি’ তো আমাকে হাত ধরে নিয়ে গেলেন, আমার জন্য বিশাল খানাপিনার আয়োজন করেছিলেন। খেয়ে দেয়ে বিশ্রামও নিলাম কিছুক্ষণ। হুরগুলো ঘুরঘুর করছিল পায়ের কাছে। দুটো ফুটফুটে গেলবান আমাকে রূপোর গ্লাসে দ্রাক্ষারস পান করতে দিল। পান শেষ হওয়ার পর উনি এসে বললেন ‘যাও সাগরগুলোয় সাঁতরে এসো। একটি দুধের, একটি মদের, আরেকটি মধুর সাগর’। আমি মধুর সাগরে সাঁতরে উঠে এলাম। উনি বললেন, ‘একটু দুধ আর মদের সাগরেও সাঁতরাও।’ আমি বললাম, ‘ না না আমি দুধ মদ কোনওটাই তেমন পছন্দ করি না, আপনি যদি বেদানার রসের কোনও সাগর বানাতেন, তাহলে অনেকক্ষণ সাঁতরানো যেত’। উনি বললেন, ‘দাঁড়াও, কাল থেকেই লোক লাগিয়ে দেব সাগর খোদার জন্য, বেদানার রসের একটা সাগর আমি বানাবোই’।
এরপর উনি আমাকে বেহেস্ত আর দোযখগুলো ঘুরিয়ে দেখালেন । আমার জন্য বেহেস্তের মনোরম যে জায়গাটি বরাদ্দ রেখেছেন, সেটিও দেখালেন। আমি বললাম, ‘কেন, আমি তো আপনাকে নিয়ে কত হাবিজাবি বলি, আমাকে দোযখে দিন’। উনি বললেন, ‘না, আমি আমার সিদ্ধান্ত বদলেছি, যারা বুদ্ধিমান, আমার ভুল ধরিয়ে দেয়, বেহেস্তের লোভ করে না, তাদের আমি বেহেস্তে পাঠাবো, আর যারা দিন রাত খারাপ কাজ করছে, পাপ করে পাপমোচনের জন্য হজ করে আসছে, বেহেস্তের লোভে আমার গুণগান গাইছে, তাদের সবকটাকে ধরে ধরে দোযখে নিক্ষেপ করবো।’ আমি বললাম, ‘না, আপনাকে এত নিষ্ঠুর হওয়া মানায় না। ওদের মধ্যে কেউ কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে একটু মানুষ হয়, তাহলে ক্ষমাঘেন্না করে বেহেস্তে একটু স্থান ওদের তো দিতে পারেন।’ উনি বললেন, ‘ তুমি যখন বলছো, ভেবে দেখবো।’ এরপর উনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তোমাকে কি হাগ করতে পারি?’ বললাম ‘নিশ্চয়ই’। উনি আমাকে আলিঙ্গন করলেন, কপালে দুটো চুমু খেলেন। আমার ডানাওয়ালা ঘোড়াটা দাঁড়ানো ছিল কাছেই। তার পিঠে চড়ে বললাম, ‘এ আমার টেম্পোরারি ভিজিট ছিল। এরপর পার্মানেন্ট যখন আসবো, তখন অনেক গল্প হবে, কেমন?’ উনির চোখ ভিজে উঠলো। একটি ফ্লাইং কিস ছুড়ে দিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায়, তার অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্ট এভাবে রিমেম্বারিং করে দেয় ফেসবুক। রিমেম্বারিং মেসেজে ফেসবুক লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল দেখে সান্তনা খুঁজে পাবেন।’
এর আগে সোমবার নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তসলিমা। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবনকে আমি অর্থপূর্ণ করতে চেয়েছি। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক।’ ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে ‘মৃত’ দেখাতে শুরু করে ফেসবুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।