Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী শনিবার (৪ জুলাই) থেকে (২৫ জুলাই) শনিবার পর্যন্ত রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। ওষুধ ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ গজলে নুর তাপস এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র তাপস বলেন, ‘লকডাউনের সময় ওই ওয়ার্ডের দুটি পথ ছাড়া সব পথ বন্ধ থাকবে। ওষুধের দোকান বাদে অন্য সকল দোকান বন্ধ থাকবে।’ এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাসিন্দাদের কাছে নিত্যপণ্য সরবরাহ করার কথাও জানান মেয়র।
যে সব এলাকা রেড জোন হিসাবে লকডাউন ঘোষণা করা হয়েছে- টিপু সুলতান রোড, ওয়্যার রোড, লালমিনি, র্যাংকিং স্ট্রিট, হরে রোড, জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন সড়ক পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।