আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত লটারি জেতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ১০ টাকার লটারি টিকিট কিনে অনেকে লাখ লাখ টাকা জেতেন। তবে কোটি টাকা জেতার কথা কম হলেও কিন্তু শোনা যায়। সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় ১৬০ কোটি ডলারের লটারি জেতার ঘটনা ঘটেছে।
টাইমস নাউয়ের এক প্রতিবেদনে জানা যায়, ফ্লোরিডায় এক ব্যক্তি প্রতিষ্ঠানের নামে মাত্র ২ ডলারের লটারি কিনে জিতেছেন ১৬০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৫৭৩ কোটি ৪২ লাখ টাকারও বেশি। গত বছরের ৮ আগস্ট এই লটারি ড্র হয়েছিল। এরপর ২৭ সেপ্টেম্বর সেই লটারির বিজয়ী হিসেবে দাবি করেন এক ব্যক্তি। তবে ফ্লোরিডার লটারির নিয়ম অনুযায়ী, বিজয়ীর নাম ৯০ দিনের আগে প্রকাশ করা হয় না। সম্প্রতি ফ্লোরিডা লটারি কর্তৃপক্ষ মেগা মিলিয়নস বিজয়ীর নাম প্রকাশ করেছে।
এটি আমেরিকার ইতিহাসে চতুর্থ বৃহত্তম লটারি জেতার ঘটনা। লটারির কুপনটি কেনা হয়েছিল জ্যাকসনভিলের পূর্বে অবস্থিত নেপচুন সৈকতের এক মুদিদোকান থেকে। বিজয়ী ব্যক্তি অর্থ পাওয়ার পাশাপাশি লটারি বিক্রেতা মুদিদোকানিও এক লাখ ডলার বোনাস কমিশন পাবেন।
সল্টাইনস হোল্ডিংস এলএলসির পক্ষ থেকে এই লটারির জেতার দাবি করা হয়। বিজয়ীর নাম প্রকাশের পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্লোরিডা লটারি জানায়, এটি ঐতিহাসিক মুহূর্ত। সল্টাইনস হোল্ডিংস এলএলসি লটারি জিতে ১৬০ কোটি ডলারের মেগা মিলিয়নস জ্যাকপট পেতে যাচ্ছে। এ ঘোষণার পোস্টের মন্তব্যের ঘরে বিজয়ীকে অভিনন্দন জানান অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।