আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত কয়েক বছরের বিতর্কিত পররাষ্ট্রনীতিকে দূরে ঠেলে যুক্তরাষ্ট্র আবার তার আগের অবস্থানে ফিরে এসেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভারচুয়ালভাবে যোগ দিয়ে এমন ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্কের টানাপড়েনের সমাপ্তি টানার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে, ট্রান্সআটলান্টিক জোট ফিরে এসেছে।’ খবর এপি’র।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে গত চার বছরে ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকা প্রথম’-নীতিতে হেঁটেছে যুক্তরাষ্ট্র। আর তা করতে গিয়ে বিভিন্ন জোট থেকে সরে এসেছে দেশটি। শনিবার মিউনিখ সম্মেলনে দেওয়া ভাষণে সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ না করে বাইডেন বলেন, ‘আমি জানি গত কয়েক বছরে ট্রান্সআটলান্টিক সম্পর্ক নানা টানাপড়েন ও পরীক্ষার মধ্যে পড়েছে। এখন যুক্তরাষ্ট্র আবারও ইউরোপের সঙ্গে যুক্ত হতে, আপনাদের পরামর্শ নিতে এবং আস্থাভাজন নেতৃত্বের জায়গাটি ফেরত পেতে বদ্ধপরিকর।’
নতুন মার্কিন প্রশাসনের সম্ভাব্য করণীয় বেশ কিছু ইস্যু নিয়ে এদিন কথা বলেন বাইডেন। এর মধ্যে রয়েছে- ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফেরা, চীন-রাশিয়ার তৈরি অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।