জুমবাংলা ডেস্ক: প্রজনন মৌসুমের কারণে ইলিশ মাছ ধরা ও বিক্রিতে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে ইলিশের ধরা, বিক্রয় ও পরিবহন আবার শুরু হয়েছে। খবর ইউএনবি’র।

প্রজনন মৌসুম হওয়ায় গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
তবে সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুরসহ বেশ কয়েকটি জেলায় ইলিশ শিকারের অপরাধে কয়েকশ’ জেলেদের দণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনবি জেলা প্রতিনিধিরা।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯৩ জন জেলেকে শাস্তি ও জরিমানা করা হয়েছে। সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় ১০২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ৬.৬৭ মেট্রিক টন ইলিশ মাছ জব্দ করা হয়, যা পরে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছিল। এই সময়কালে ২.৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়েছে। এছাড়া মোট ২১১টি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।