বিনোদন ডেস্ক: শিগগিরই আসছে পোনিয়িন সেলভানের দ্বিতীয় কিস্তি। ২৮ এপ্রিল থিয়েটারে মুক্তি পাবে এ সিনেমা। মুম্বাইয়ে প্রমোশনাল প্রেস কনফারেন্স হয়ে গেল সিনেমাটির। মঙ্গলবারে হওয়া কনফারেন্সটিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সাদা আনারকলি পোশাকে সজ্জিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার পাশের আসনেই ছিলেন সহঅভিনেতা বিক্রম। সংগীত পরিচালক এআর রহমান ও পরিচালক মণি রত্নমও কনফারেন্সে উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পায় গত বছর। সিনেমায় ঐশ্বরিয়ার চরিত্রের নাম নন্দিনী। মজার ব্যাপার হলো ২২ বছর আগে তিনি একই নামের চরিত্রে অভিনয় করেছিলেন।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’ মুক্তি পায় ১৯৯৯ সালে। সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়েছিল। এর মধ্য দিয়েই ঐশ্বরিয়ার অভিনয় দক্ষতার সঙ্গে বলিউডে প্রথমবারের মতো পরিচয় ঘটেছিল। এ সিনেমায়ই তার চরিত্রের নাম ছিল নন্দিনী। আর ২০২২ সালে এসে পোনিয়িন সেলভানে তিনি রানী নন্দিনীর চরিত্রে অভিনয় করলেন।
সিনেমাটির দ্বিতীয় কিস্তিতেও একই চরিত্রে তাকে দেখা যাবে। একে সুন্দর একটি কাকতালীয় ঘটনা বলে অভিহিত করেছেন বলিউড সুন্দরী। প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা নিঃসন্দেহে অসাধারণ। হাম দিল দে চুকে সানাম সিনেমার নন্দিনী চরিত্রটি মানুষের মনে চিরস্থায়ী ছাপ রেখেছে। সঞ্জয় লীলা বানসালির সিনেমাটিতে অভিনয় করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। এখন মণি রত্নমের পোনিয়িন সেলভান সিনেমায়ও নন্দিনী চরিত্রে অভিনয় করতে পেরে আমি উচ্ছ্বসিত। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। চরিত্রটিতে অনেক বৈচিত্র্য আছে। তাই আমি কৃতজ্ঞ।’
পোনিয়িন সেলভানের প্রথম কিস্তিতে ঐশ্বরিয়া রাই বচ্চন দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। নন্দিনীর পাশাপাশি সামান্য সময়ের জন্য তাকে বৃদ্ধা ও বোবা মন্দাকিনী বা ওমাই রানী চরিত্রে দেখা গিয়েছিল। পোনিয়িন সেলভানের দ্বিতীয় কিস্তিতে তাকে দুটি চরিত্রেই দেখা যাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।