২২ শ বছর আগের ‘ফ্লাশ টয়লেট’-র সন্ধান মিলল চীনে
আন্তর্জাতিক ডেস্ক: চীনে ২ হাজার ২০০ বছর আগের ফ্লাশ টয়লেটের সন্ধান পাওয়া গেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির একদল প্রত্নতাত্ত্বিক দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো ফ্লাশ টয়লেটটি আবিষ্কার করেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যালার্ট এই তথ্য জানিয়েছে।
চীনের হুনান প্রদেশের য়ুইয়াংয়ে প্রাচীন আমলের একটি দালানের ধ্বংসাবশেষের খোঁজ করতে গিয়ে বিজ্ঞানীরা এই ফ্লাশ টয়লেটের সন্ধান পান। চায়না একাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব আর্কায়োলজির বিজ্ঞানীরা এটি খুঁজে পান।
বিজ্ঞানীদের ধারণা টয়লেটটি ২২ শ থেকে ২৪ শ বছরের পুরনো। তারা ধারণা করছেন, হান রাজবংশের শাসনামলের শুরুর দিকে যখন চীনের রাজ্যগুলো একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল সেই আমলের টয়লেট এটি। এই আবিষ্কার ব্রিটেনে ভিক্টোরিয়ান আমলে প্রথম ফ্লাশ টয়লেট আবিষ্কারে বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
প্রাচীন বস্তুর নকশা বিশেষজ্ঞ ফ্যান মিংইয়াং চীনের গ্লোবাল টাইমস পত্রিকাকে বলেছেন, ‘আধুনিক যুগের টয়লেটে ব্যবহৃত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে টয়লেটটি দারুণভাবে উন্নত।’
এর আগে চীনের শানসি প্রদেশে আরও একটি ফ্লাশ টয়লেট আবিষ্কৃত হয়েছিল। সে সময় খনন দলের সদস্য লিউ রুই চায়না ডেইলিকে বলেছিলেন, ‘এটি ব্যবহারের পর প্রতিবার চাকররা টয়লেটে পানি ঢালত।’ তিনি আরও বলেন, ‘বিলাসী এ বস্তুটি সম্ভবত প্রাসাদের উচ্চপদস্থ সদস্যরা ব্যবহার করত।’
মাসে যত টাকার বিনিময়ে ফেসবুক পেজ-অ্যাকাউন্ট ভেরিফায়েড হবে, ঘোষণা জুকারবার্গের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।