জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গভর্নর বলেছেন, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা না দেওয়ার জায়গা থেকে সাময়িকভাবে সরে এসেছি। দুর্বল ৬ ব্যাংককে তারল্য সহয়তা দিতে ২২ হাজার ৫০০ কোটি নতুন টাকা ছাপানো হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, টাকা ছাপিয়ে তারল্য সহয়তা করলেও সেই টাকা বন্ড ছেড়ে তুলে ফেলবো। বাজারে এ নতুন টাকা রাখবো না। এর জন্য নতুন করে বন্ড ছাড়ছি।
তিনি আরো বলেন, সব গ্রাহক যদি ব্যাংকে গিয়ে হাজির হয় তাহলে কোনো ব্যাংকের পক্ষেই পুরো টাকা ফেরত দেওয়া সম্ভব না। আগামী রোববার থেকে গ্রাহক চাহিদা মতো টাকা পাবেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা আগের লক্ষ্যেই থাকছি। বাজার থেকে এক হাতে টাকা দেব অন্য হাতে তুলে নেব। মূল্যস্ফীতি কমানোর সঙ্গে সঙ্গে আমানতকারীর স্বার্থও দেখবো।
সব ঋণ খেলাপির বিরুদ্ধে শক্ত অবস্থানে বাংলাদেশ জানিয়ে গভর্নর বলেন, এস আলম গ্রুপসহ সব ঋণ খেলাপির সম্পদ বিক্রি করা হবে আইন অনুযায়ী।
২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।