জুমবাংলা ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সারা দেশে দায়িত্ব পালন করবেন।
তপশিল ঘোষণার প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফার চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার (২৬ নভেম্বর) থেকে সপ্তম দফায় সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে, যা চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, অবৈধ একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং এই সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফার যে চলমান আন্দোলন, সেই আন্দোলন অব্যাহতভাবে চলার প্রত্যয়ে বিএনপির পক্ষ থেকে রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।