স্পোর্টস ডেস্ক: মেরিলিবোন ক্রিকেট ক্লাব’র (এমসিসি) ২৩৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ক্লেয়ার কনোর। এমসিসি ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে পরিচিত। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হয়েছেন ক্লেয়ার। যিনি বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করছেন।
এমসিসির রক্ষণশীলতার প্রমাণ পাওয়ায় এই নতুন ইতিহাসে। গত শতাব্দীর শেষের দিকেও এমসিসির কার্যালয় লর্ডসের ওল্ড প্যাভিলিয়নে রানি ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না। সেখানে ক্লেয়ার কনোর এসে ইতিহাস গড়লেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ক্লেয়ারের। ২০০০ সালে পান অধিনায়কের দায়িত্ব। তার অধীনেই ২০০৫ সালে প্রথমবার অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা।
২০১১ সাল থেকে আইসিসির মেয়েদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে কাজ করে আসছেন ক্লেয়ার কনোর। কাউন্টি ক্লাব সাসেক্সের তিনি অন্যতম পরিচালক। এমসিসির দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে ক্লেয়ার বলেছেন, ‘কুমার সাঙ্গাকারাকে ধন্যবাদ জানাই। ড্রেসিংরুম ও বোর্ডরুমের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব, যাতে আগামী ১২ মাস ক্লাবের নেতৃত্বে থাকা ব্যক্তি ও কমিটিকে সহায়তা করতে পারি। এমসিসির অংশ হওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।