আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংস্থা নিকোলা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টন। তিনি কয়েক বছর আগে ইলেকট্রিক লরি তৈরির একটি স্টার্ট আপ শুরু করেছিলেন। সেখানে যোগ দেওয়া প্রথম ৫০ জন কর্মীকে নিজের ৬০ লাখ শেয়ার দিয়ে দিয়েছেন তিনি। সেই শেয়ারের মূল্য প্রায় ২৩ কোটি ৩০ লক্ষ ডলার। বাংলাদেশি মুদ্রায় তার পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকা।
মিল্টন যখন ওই স্টার্ট আপ শুরু করেছিলেন, তখনই সংস্থায় যোগ দেওয়া প্রথম ৫০ জন কর্মীকে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই পালন করলেন তিনি।
মিল্টন বলেছেন, যখন আমি শুরু করি, তখন পৃথিবীর সেরা কর্মীদের খুঁজছিলাম। এটার ঝুঁকিও ছিল। আমি খুব ভাগ্যবান, এ রকম একটি কর্মী দল পেয়েছি, যারা শুরুর দিন থেকে আমার সঙ্গে রয়েছেন।
কর্মীদের শেয়ার দেওয়ার কথা নিজের টুইটার থেকে জানিয়েছেন মিল্টন। তিনি লিখেছেন, আমি আমার কর্মীদের ভালবাসি। নিকোলার সাফল্যের পিছনে তাদের অবদান রয়েছে। প্রথম ৫০ জন কর্মীকে নিয়োগের সময় আমি যে প্রতিজ্ঞা করেছিলাম। সেটাই পালন করছি। আমার ৬০ লক্ষ শেয়ার তাদের দিচ্ছি। এই শেয়ারগুলি বিক্রি নয়, দেওয়া হচ্ছে।
স্কুল থেকে ঝরে পড়া উদ্যোক্তা মিল্টনের নাম বিশ্বের প্রথম ৫০০ বিত্তশালীর মধ্যে রয়েছে। তার মোট সম্পত্তির পরিমান ৪৬০ কোটি ডলার। তবে এই শেয়ার দেওয়ার জন্য তার সম্পত্তির পরিমাণ কিছুটা কমবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।