জুমবাংলা ডেস্ক : শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। অবশেষে বাড়ি ফিরছেন ২৩ নাবিক। তাদেরকে নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ এখন বঙ্গোপসাগরে। আজ কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ার কথা। এরপর ফিরবে চট্টগ্রামে। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের অপেক্ষায় স্বজনরা। উৎকণ্ঠা শেষে তাদের মুখে এখন হাসি।
২৩ নাবিক জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন ৩২ দিন, চরম উদ্বেগ উৎকন্ঠায় প্রতিটি মুহূর্ত কেটেছে স্বজনদের। গত এক মাস ধরে তারা অপেক্ষায় কখন ঘরে ফিরবে নাবিকরা।
অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি বাংলাদেশের জলসীমায় অর্থাৎ কক্সবাজারে কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ার খবরে আনন্দ ছুঁয়ে গেছে প্রতিটি পরিবারে। সন্তানকে বুকে টেনে নেয়ার অপেক্ষায় মা।
জিম্মি নাবিকদের দেশে ফেরার খবরে অন্য নাবিকদের পরিবারেও খুশির জোয়ার। সবাই তাদেরকে বরণের অপেক্ষায়। এতোদিন কাটানো নির্ঘুম রাত, চরম আতঙ্কে কাটানো কষ্টের দিনগুলো ভুলে হাসি ফুটেছে স্বজনদের মুখে।
গত ১২ মার্চ ২৩ নাবিকসহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। ৩২ দিন পর ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরতে যাচ্ছে জাহাজটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।