সরকারি বাড়ির লোভে নিজেদের মধ্যে ২৩ বার বিয়ের পর ২৩ বার বিচ্ছেদের ঘটনায় একই পরিবারের ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।চীনের ঝেজিয়াং প্রদেশে ঘটেছে এমন ঘটনা।
দেশটির গণমাধ্যম থেকে জানা যায়, সরকারি প্রকল্পের জন্য ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা হয়েছিল। এরপর ক্ষতিপূরণ হিসেবে ওই এলাকার বাসিন্দাদের ৪০ স্কোয়ার মিটারের অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা জানানো হয়। আর সেই ক্ষতিপূরণ পেতেই এমন ঘটনা ঘটায় এই পরিবার। যার ফলে ১১ জনই ওই এলাকায় অ্যাপার্টমেন্ট পাওয়ার উপযোগী হয়ে ওঠেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত করেন প্যান নামে এক ব্যক্তি। ২০১১ সালে বিবাহ–বিচ্ছেদ হওয়া সত্ত্বেও বাড়ির লোভে সম্প্রতি দ্বিতীয়বার নিজের পুরনো স্ত্রী শি–কে বিয়ে করেন তিনি। কারণ শি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এরপর প্যানও ওই গ্রামের বাসিন্দা হয়ে ওঠেন। এরপর ছ’দিনের মাথায় ফের বিবাহ–বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
এখানেই শেষ নয়, এরপর স্ত্রীর বোন এবং নিজের বোনকেও বিয়ে করেন প্যান। একই ভাবে তাদের ভাই বোনেরাও এই একই ঘটনা ঘটায়। একই পরিবারের সদস্যের মধ্যে সব মিলিয়ে মোট ২৩টি বিয়ে এবং ২৩ বার বিবাহ–বিচ্ছেদ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।