জুমবাংলা ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যাযে কাজ করা পুলিশ সদস্যরাই বেশি।
পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, সারা দেশের বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী এ পর্যন্ত পুলিশের মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২৯ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্যই ৭০৮ জন।
পুলিশের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮১৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত মোট ৯৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ছয় পুলিশ সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।