
জুমবাংলা ডেস্ক: শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৫ হাজার ৭৩২ জন আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খবর ইউএনবি’র।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, ৮৫৫ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।
Advertisement
অন্যদিকে, ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৯৬৮ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ এবং জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯০৯ জন।
গত ১ নভেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে দেশজুড়ে ৫১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
দেশের আট বিভাগের ২৯৬ উপজেলার মানুষ শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে চিহ্নিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


