জুমবাংলা ডেস্ক: অক্টোবরের শেষ দিকে এসেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২২ জন নতুন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইউএনবি’র।

এর মধ্যে ৭৯ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
Advertisement
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৯৩৮ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৯৭ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ১৬৬টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ১০৪ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


