বিনোদন ডেস্ক : আমাদের জন্য সিনেমাটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। যখন শুটিং করেছি অনেকে বলেছেন, নাটক নাটক যেন না লাগে। এই ছবি মানুষ টাকা দিয়ে দেখবে নাকি! জানি না ২৪ তারিখের পর কী হয়। তবে আমাদের কাজ করে ভালো লেগেছে। আপনারা যদি মনে করেন পরিবারের গল্প দেখবেন তাহলে হলে আসতে পারেন। ছোট আয়োজনের গল্প, কোনো আইটেম সং নেই, কোনো বিশাল আয়োজনের গানও নেই। তারপরও যদি মনে করেন, টাকা খরচ করে দেখবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। জানাবেন কেমন লাগলো।
২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া নিজের সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন চলতি প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। মুক্তির আগে বিশেষ প্রদর্শনীতে সিনেমাটা দেখে আপনি তারিক আনাম খানকে জড়িয়ে কেঁদেছেন। আপনার বাবাও ছিলেন সেখানে। সিনেমাটাতে আপনার অভিনয় দেখে তিনিও কান্না আটকে রাখতে পারেননি। মুগ্ধতা প্রকাশ করেছেন। এটা তো আপনার জন্য অনেক ভালো লাগার ব্যাপার? সিয়াম আহমেদ বলেন, ‘মৃধা বনাম মৃধা’ বাবা-ছেলের গল্প।
বাবাকে নিয়ে একসঙ্গে বসে দেখার মতো সিনেমা এটি। তাই বাবাসহ পরিবারকে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। বাবার ভালো লেগেছে এটা তো অবশ্যই ভালো লাগার।ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এ তিন মাসে পর পর তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আপনার। এর বাইরে দামাল, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, অন্তর্জালসহ আরো কয়েকটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। প্রত্যাশা কেমন? এ নায়ক বলেন, হ্যাঁ। ২৪ ডিসেম্বর ‘মৃধা বনাম মৃধা’, ৭ জানুয়ারি ‘শান’ এবং ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আমার ‘পাপ-পুণ্য’ সিনেমা।
আসলে ছবিগুলো নিয়ে প্রত্যাশা অনেক। কারণ তিনটি সিনেমাই তিন ধরনের। প্রত্যেকটাতেই ভিন্নভাবে আমাকে দর্শক পাবেন। সবাই পছন্দ করবেন বলেই আশা রাখছি। সিয়াম যোগ করে বলেন, করোনা পরিস্থিতির কারণে চলচ্চিত্রের অবস্থা এমনিতেই ভালো না। ইন্ডাস্ট্রির উন্নতির জন্য এই সময় ভালো ভালো সিনেমা প্রেক্ষাগৃহে আসা দরকার। সেদিক থেকে এ ছবিগুলো ভূমিকা রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।