২৪ দিনে আয় ১২৫০ কোটি, শুক্রবার ‘পাঠান’ দিবস ঘোষণা
বিনোদন ডেস্ক : মুক্তির ২৪ দিন পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে শাহরুখ খানের ‘পাঠান’। এখনও বক্স অফিসে হিট ছবিটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, ২৪তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৪ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় ৫০২ কোটি ৮৫ লাখ রুপি। ২৩তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী আয় ৯৭২ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় এক হাজার ২৫০ কোটি ৬ লাখ টাকার বেশি।
এর মধ্যদিয়ে সবচেয়ে বেশি আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান এখন চতুর্থ। বেশি আয়কারী বাকি তিনটি সিনেমা হলো— বাহুবলি টু (প্রথম), কেজিএফ টু (দ্বিতীয়) ও ট্রিপল আর (তৃতীয়)।
এদিকে ‘পাঠান’ এর এই সাফল্যে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস পাঠান দিবস ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজগুলোতে পাঠানের সাফল্য উদযাপনের ঘোষণা দিয়ে পোস্টার প্রকাশ করেছে। যেখানে লেখা ,‘এই শুক্রবার হলো পাঠান দিবস’। ওই পোস্টারের ক্যাপশনে লেখা হয়, ‘পাঠান দিবস আসছে ।’
View this post on Instagram
সেখানে আরও লেখা, ভারতজুড়ে এরই মধ্যে পাঠান ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আমাদের সঙ্গে এসে উদযাপন করুন। ভারতজুড়ে মাত্র ১১০ রুপিতে বুক করুন আপনার টিকেট।’
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ছবিটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরক।
মাত্র ২৭ বছর বয়সেই ৯ হাজার কোটি টাকার মালিক এক বাঙ্গালী তরুণী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।