নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংকট মোকাবিলায় সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ নিয়ে চতুর্থবারের মতো বাড়ল সাধারণ ছুটি।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর সুপারিশ করার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
সরকারের একটি সূত্র জানায়, ‘২৩ এপ্রিল পর্যন্ত ছুটির প্রজ্ঞাপন হবে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ২৪ ও ২৫ এপ্রিল যোগ হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


