Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ২৫ কোটি ডলার জরিমানা হতে পারে মাইক্রোবগ্লিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিজের ব্যবহারকারীদের মোবাইল ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করেছে নির্দিষ্ট বিজ্ঞাপন প্রচারের কাজে। আর এ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।
সরকারি প্রতিষ্ঠানটি বলছে, টুইটার ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিজেদের ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে বিজ্ঞাপন প্রচারের কাজে। অভিযোগটি প্রমাণিত হলে টুইটারকে ১৫ থেকে ২৫ কোটি ডলার জরিমানা গুনতে হবে।
নিজেদের বিরুদ্ধে এই অভিযোগ একপ্রকার স্বীকার করে নিয়ে টুইটার বলেছে, এটা তাদের অসাবধানতাবশত হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ফেসবুকের কাছ থেকে ৫০০ কোটি ডলার জরিমানা আদায় করেছিল এই কমিশন।
তথ্যসূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।