জুমবাংলা ডেস্ক : নাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ থেকে ৬ টাকা। কিছু দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, যখন বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখি তখন কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পেঁয়াজের দাম নিয়ে। ২৫ টাকায় নেমেছে পেঁয়াজের দাম যা এক সপ্তাহ আগেও আমাদের ৩০টাকায় কিনতে হয়েছিল।
রিকশা চালক কাশেম বলেন, যেহারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেই সঙ্গে বাড়তি দামের কারণে চাহিদামত কিনতেও পারছি না। তবে পেঁয়াজের এমন কম দাম কমায় আমাদের মত মানুষদের জন্য সুবিধা হয়েছে।
বিক্রেতারা জানান, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আগের তুলনায় পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে। যার কারণে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদের পর পেঁয়াজ আমদানির পরিমাণটা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বন্দর দিয়ে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬ কর্মদিবসে ২০৮টি ট্রাকে ৬ হাজার ৩২০টন পেঁয়াজ আমদানি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।