শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘ ২৫ বছর ইমামতির দায়িত্ব পালন করার পর মাওলানা আব্দুছ ছালাম আজাদকে রাজকীয় সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদের ইমামকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে মসজিদ কমিটির পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বিদায়ের সময় তাকে নগদ ২ লাখ ৩ হাজার টাকা, পাঞ্জাবি, টুপি, জায়নামাজসহ বিভিন্ন উপহারসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। ৭০ বছর বয়সী ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ ২০০০ সাল থেকে টানা ২৫ বছর মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ায় এলাকার মানুষ ও মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন।
উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান সিকদার বলেন, “ইমাম সাহেব শুধু নামমাত্র ইমামতি করেননি, তিনি আমাদের জীবনের নানা দিকনির্দেশনাও দিয়েছেন। সমাজে মানুষের কল্যাণে তিনি নিরলস কাজ করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা তাকে সম্মাননা দিয়েছি।”
ইমাম নিজেও আবেগভরে বলেন, “জীবনের বড় একটি অংশ এই মসজিদে এবং গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারাজীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।