২৫ হাজার কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রকান্ড গ্রহাণু! চলতি মাসের এই দিনেই ঘটবে বড় বিপদ?
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশের রহস্য নিয়ে ক্রমশ গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা (Scientists)। তাঁদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা প্রায়শই পেয়ে থাকি চমকপ্রদ সব তথ্য। শুধু তাই নয়, যেকোনো বিপদের আগাম সতর্কতাও জানিয়ে দেন তাঁরা। সম্প্রতি ঠিক এইরকমই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যেটি জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন সকলেই।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি মাসেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। পাশাপাশি, সেটি পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এমতাবস্থায়, বিজ্ঞানীরা সতর্কও করেছেন। এই প্রসঙ্গে দ্য সান ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকান মহাকাশ সংস্থা NASA জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে ৬৫৬ ফুট চওড়া একটি পাথর পৃথিবীর খুব কাছ থেকে চলে যাবে। এটির নাম দেওয়া হয়েছে 2023 CL3।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, NASA এই গ্রহাণুটিকে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাওয়া গ্রহাণুর ক্যাটাগরিতে রেখেছে। মূলত, যখনই কোনো স্পেস রকের পৃথিবীর খুব কাছাকাছি চলে আসার সম্ভাবনা তৈরি হয় তখন NASA সেগুলিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে এবং ক্রমাগত ট্র্যাক ও গবেষণা করে।
এই মাসের শেষেই গ্রহাণুটি কাছাকাছি আসবে: উল্লেখ্য যে, এরইমধ্যেই NASA এই গ্রহাণুটিক সম্ভাব্য বিপজ্জনক বলে অভিহিত করেছে। তবে আপাতত এটি থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে। ঘণ্টায় ২৫ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে অগ্রসর হওয়া এই পাথরটি আগামী ২৪ মে পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব হবে মাত্র ৭২ লক্ষ কিলোমিটার।
কি জানাচ্ছেন বিজ্ঞানীরা: বর্তমানে এই গ্রহাণুটি নিয়ে ভয়ের তেমন কোনো কারণ না থাকলেও NASA অনুমান করেছে যে, এত বড় গ্রহাণু যদি দ্রুত গতিতে পৃথিবীতে ধাক্কা মারে সেক্ষেত্রে বড় ধরণের সঙ্কট তৈরি হতে পারত। অনেক বিশেষজ্ঞ বলেছেন যে, পৃথিবী এখনও এত বড় পাথরের সাথে লড়াই করার জন্য প্রস্তুত নয়। সেই কারণেই NASA একটি ডিফেন্স মেকানিজম তৈরিতে নিয়োজিত রয়েছে। যাতে ভবিষ্যতে কোনো সময় এই ধরণের গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে তা এড়ানো যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।