অর্থনীতি ডেস্ক : চলতি মাসের ২৬ তারিখ থেকে বোরো ধান-চাল কেনা শুরু করবে সরকার। কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি মৌসুমে সরকারিভাবে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১০ লাখ চাল কিনবে সরকার।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ধানের দাম ঠিক রাখতে এই লক্ষ্যমাত্রা আরও বাড়ানো দরকার। এতে একমত কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও।
গত বোরো মৌসুমে ধানের দাম কমে যাওয়ায় হাহাকার ছড়িয়ে পড়ে কৃষকের ঘরে। ধান বেঁচে উৎপাদন খরচ তুলতে না পারায় বিভিন্ন ধরনের ঋণের জালে আটকে যায় তারা।
কয়েক দিনের মধ্যে আবারো শুরু হচ্ছে ধান কাটার মৌসুম। করোনাভাইরাসের প্রকোপে এবারও ধানের বাজার ঠিক রাখা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। ধানের দাম ঠিকমতো না পেলে গ্রামের পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। এরই মধ্যে ধান, চাল কেনার ঘোষণা দিয়েছে সরকার। এ মৌসুমে ৬ লাখ টন ধান, ১০ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। তবে সরাসরি ধান কিনলেই স্বস্তি পায় কৃষক।
ধান সংগ্রহের মাত্রা বাড়ালে তা সংরক্ষণ করা নিয়েও আছে সমস্যা। এ নিয়েও সরকারকে বিকল্প পদ্ধতি খোঁজার পরামর্শ কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।