বিনোদন ডেস্ক: গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ভারতের কন্নড় ভাষার সিনেমা কানতারা। পৌরাণিক গল্পের অ্যাকশন থ্রিলারটি ঝড় তুলেছে বক্স অফিসে। ১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ২৬ দিনে বিশ্বব্যাপী ২৩২ কোটি রুপির ব্যবসা করেছে।
কনতারার বক্সঅফিস সংগ্রহ নিয়ে বুধবার ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবপোর্টাল স্যাকনিল্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে কানতারার প্রতিদিনের সংগ্রহের হিসেব দেয়া হয়েছে। সেখানে জানানো হয়, বিশ্বব্যাপী সিনেমাটি ২৩২ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে শুধু ভারতের গ্রস কালেকশন ২১৭ কোটি রুপি। আর এপর্যন্ত নেট কালেকশন (সব খরচ বাদ দিয়ে) ১৮৪ কোটি রুপি।
সিনেমাটি শুধু বক্স অফিসেই ঝড় তুলেছে তা নয়, দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে।
দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত বুধবার এক টুইটে কানাতারা-কে ভারতীয় সিনেমার একটি ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যা দিয়েছেন। টুইটে রজনীকান্ত লেখেন, সিনেমাটি দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সেই সঙ্গে কানতারার লেখক, পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠিকে অভিনন্দন জানান তিনি।
এর আগে টুইট করে কানতারার প্রশংসা করেছেন ভারতীয় সিনেমার সুপারস্টার প্রভাস, ধানুশ ও রানা দাগুবাতিসহ অনেক তারকা।
শুধু তাই নয়, আইএমডিবিতে ৯ দশমিক ৩ রেটিংয়ে রয়েছে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।