বিনোদন ডেস্ক : ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অ্যাকশন আইকন সানি দেওল অভিনীত ‘ডর’। নায়িকা ছিলেন জুহি চাওলা। সানি আর জুহি তখন ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকা। অন্যদিকে শাহরুখ খানের ঠিক আগের বছর কেবল ‘দিওয়ানা’ ছবি দিয়ে অভিষেক হয়েছে।
তাই ‘ডর’ ছবির জন্য পরিচালক ইয়াশ চোপড়া সানিকেই পছন্দ করতে বলেছিলেন যে, তিনি নায়কের নাকি ভিলেনের চরিত্র করবেন। সানি নায়কের চরিত্র বেছে নেন। শাহরুখের ভাগে পড়ে ভিলেন।
কিন্তু শুটিং চলাকালীন সানি জানতে পারেন, ছবির মুখ্য চরিত্রই হচ্ছে ভিলেনের চরিত্রটি। এ নিয়ে পরিচালক যশ চোপড়ার কাছে আপত্তি জানান সানি। কিন্তু তিনি যেহেতু নিজেই চরিত্র বেছে নিযেছিলেন, তাই সেই আপত্তি আর ধোপে টেকেনি।
ছবি মুক্তির পর নায়ক সানিকে ছাপিয়ে দর্শকের সব নজরও কেড়ে নেন ভিলেন শাহরুখ। শুধু তাই নয়, সে বছর ওই ছবির জন্য শাহরুখ সেরা খল অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন।
শুটিং চলাকালীনও শাহরুখের সঙ্গে তার একতরফা দ্বন্দ্ব অব্যাহত ছিল। কারণ, ছবির একটি দৃশ্যতে ছিল, শাহরুখ খান ছুরি মেরে কমান্ডো চরিত্রে অভিনয় করা সানিকে ঘাযেল করবেন। এই দৃশ্যে ঘোর আপত্তি ছিল তার। তিনি পরিচালককে বলেছিলেন, একটা সাধারণ ছেলে কীভাবে একজন কমান্ডোকে ছুরি মেরে ঘায়েল করতে পারে?
সানির এই কথাও কানে তোলেননি যশ চোপড়া। সবকিছু মিলিয়ে চরমে ওঠে সানি দেওলের ক্রোধ। দীর্ঘ ২৬ বছর তিনি শাহরুখের সঙ্গে কথা বলেননি। সামনেও কখনো যাননি। কোনো অনুষ্ঠানে সামনে পড়ে গেলেও কথা বলেননি।
অবশেষে সেই বরফ গলেছে। আবার কাছাকাছি হয়েছেন দুই তারকা। উদ্যোগটা অবশ্য শাহরুখ খানই নিয়েছেন। যে বছর থেকে তাদের মনোমালিন্য শুরু অর্থাৎ, ১৯৯৩ সালে আলি এবং করিম মোরানির প্রযোজনায় মুক্তি পেয়েছিল সানি দেওল, মীনাক্ষী শেষাদ্রী ও ঋষি কাপুর অভিনীত ‘দামিনী’।
কয়েক বছর আগে দুই প্রযোজকের কাছ থেকে ওই ছবির স্বত্ব কিনে নিয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন প্রযোজনা সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্ট।
এদিকে সানি দেওল কিছুদিন আগে ইচ্ছা প্রকাশ করেন, ছেলে করণ দেওলের সঙ্গে ‘দামিনী’ ছবির রিমেক বানাবেন। এই খবর পাওয়া মাত্র শাহরুখ খান সম্প্রতি নিজে থেকেই ছবিটির স্বত্ব সানিকে দিয়ে দিয়েছেন। দুজনের সামনা সামনি দেখা হযেছে, কথাও হয়েছে।
কিং খান বহু সাক্ষাৎকারে বলেছেন, ইন্ডাস্ট্রির কারও সঙ্গেই তার কোনো ধরনের মনোমালিন্য তিনি চান না। সানির ওপরও তার কোনো ধরনের রাগ নেই বলে জানান। রাগটা একতরফা সানির দিক থেকেই ছিল। তাই সানি চাওয়া মাত্র ছবির স্বত্ব ছেড়ে দিয়ে বলিউড বাদশাহ তার সেই কথারই প্রমাণ দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


