২৭ কোটি টাকায় মেসি-রোনালদোর ম্যাচের টিকিট কিনলেন যে ধনকুবের
স্পোর্টস ডেস্ক: আজ বৃহস্পতিবার মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। পিএসজির পক্ষে মেসি এবং সৌদি আরবের আল নাসরের পক্ষে খেলবেন রোনালদো। আর তাদের এই ম্যাচ দেখতে ২৭ কোটি টাকার বিনিময়ে একটি টিকিট কিনেছেন এক ধনকুবের। খবর আলজাজিরার।
মেসি-রোনালদোর খেলার এই টিকিটটি নিলামে উঠানো হয়েছিল। আর নিলাম জিতে নেন তিনি। তার নাম মুশরেফ আল-ঘামাড। সৌদি আরবের রিয়েল এস্টেট গ্রুপের জেনারেল ম্যানেজার তিনি।
এই টিকিটে মুশরেফ আল-ঘামাড শুধু খেলাই দেখতে পারবেন না, এর সঙ্গে তিনি পুরস্কার দেওয়ার অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারবেন। সঙ্গে ড্রেসিংরুমে প্রবেশ করে প্লেয়ারদের সঙ্গে কথাও বলতে পারবেন।
সম্প্রতি ম্যানচেষ্টার ইউনাইডেট ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। একদিকে বিশ্বকাপজয়ী খেলোয়াড় লিওনেল মেসি, অন্যদিকে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলপ্রেমী মাত্রই এ ম্যাচের জন্য উৎসুক।
রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে খেলা দেখতে পারবেন প্রায় ৭০ হাজার মানুষ।
আজ বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবেন মেসি-রোনালদো। খেলাটি সরাসরি দেখা যাবে প্যারিস সেইন্ট জার্মেইর অফিসিয়াল টিভি চ্যানেলে। যেখানে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে ম্যাচটি। কাতারিয়ান চ্যানেল বিইন স্পোর্টসেও (bein sports) লাইভ স্ট্রিমিং সম্প্রচার করবে।
এছাড়াও অনলাইনে অ্যাপ নামিয়ে ইয়াসিন টিভিতে (Yashin Tv) খেলাটি দেখা যাবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে সৌদির কিং ফাহাদ স্টেডিয়াম থেকে।
রাতে রোনালদোর সৌদির বিপক্ষে মাঠে নামছে মেসি-নেইমাররা, দেখবেন যেভাবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।