আন্তর্জাতিক ডেস্ক : আয়ারল্যান্ডের সমুদ্রে ধরা পড়ল একটি সাড়ে আট ফুটের টুনা মাছ। তবে মাছটিকে ধরেও ছেড়ে দেওয়া হয়। সংবাদপত্র আইরিশ মিরর জানায়।
আয়ারল্যান্ডের সমুদ্রে ধরা পড়ল একটি সাড়ে আট ফুটের টুনা মাছ। তবে মাছটিকে ধরেও ছেড়ে দেওয়া হয়। সংবাদপত্র আইরিশ মিরর জানায়। আয়ারল্যান্ডে আজ পর্যন্ত যত টুনা মাছ ধরা পড়েছে এটি তার মধ্যে সব থেকে বড়।
মাছটি ধরেছিলেন ওয়েস্ট কর্কের ডেভ এডওয়ার্ড নামের এক ব্যক্তি। এই টুনা মাছটির বাজারে দাম হত প্রায় তিন মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ২ লাখ ২০ হাজার টাকা।
আসলে ডেভ এডওয়ার্ড এবং তার দুই সঙ্গী ডারেন সুলিভান ও হেনক ভেল্ডম্যান পেশাদার মৎস্যজীবী নন। তারা যেটা করেন, মাছ ধরে আবার তাদের সমুদ্রে ছেড়ে দেন। তারা আটলান্টিকে মাছের সংখ্যা বাড়ানোর একটি কর্মসূচির জন্য এই কাজ করেন। আর এ কাজে গিয়েই তাদের বঁড়শিতে এই বিরাট টুনা মাছটি ওঠে।
টুনা মাছটি এত বড় ছিল যে তাতে ট্যাগ লাগানোর আগে পানির মধ্যে রেখেই মাপ নিতে হয়। মাছটির ওজন ছিল ২৭০ কেজি।
না মাছটির দু’টি ছবিও পোস্ট হয়েছে ওয়েস্ট কর্ক কার্টার নামে ফেসবুকের একটি পেজে। পোস্ট করার পর প্রচুর মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ডেভরা ছাড়াও এই মাছ ধরা ও ছাড়ার কর্মসূচিতে আরও ১৪ টি নৌকা অংশগ্রহণ করেছিল। এই কর্মসূচি চলবে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।