২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন ৫০ লাখ শিক্ষার্থী

nu20191021175116

গাজীপুর প্রতিনিধি:  প্রতিষ্ঠার পর ২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন ৫০ লাখ শিক্ষার্থী। তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারস্থ মূল ক্যাম্পাসে আলোচনা সভায় এ তথ্য জানান উপাচার্য অধ‌্যাপক ড. হারুন-অর-রশিদ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠার ২৭ বছর উপলক্ষে ২৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

উপাচার্য বলেন, দুর্বিষহ সেশনজট নিরসনের পর আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। ২০১৩ সালে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম প্রায় শতভাগ আইটিভিত্তিক। শিক্ষক-শিক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য সরবরাহে ই-ফাইলিং এবং মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। কলেজ শিক্ষার মানোন্নয়নে সিইডিপি, কলেজ পারফরমেন্স র‌্যাংকিং, মডেল কলেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। শতবর্ষী কলেজগুলোকে নিয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য শিগগিরই প্রবর্তন করা হবে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

জিসিসি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ১০/২০ হাজার শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় ২৮ লাখ শিক্ষার্থী নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। বর্তমান উপাচার্যের দক্ষ নেতৃত্বের কারণেই এটি সম্ভব হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করীম জানান, ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ছিল ৬৫৭টি। শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৪৫ হাজার।  ২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ২ হাজার ২৬০টি। শিক্ষার্থী সংখ্যা ২৮ লাখ, শিক্ষক ৬০ হাজার।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ‌্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ‌্যাপক ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ‌্যাপক মো. নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Previous Article

অনেক কাহিনীর পর অবশেষে অভিনেতা সিদ্দিককে ডিভোর্স দিলেন মিম

Next Article

পুলিশের অন্যরকম কাজ, ছাগলটি ফিরে পেয়ে খুশির শেষ নেই সকিনা বেগমের

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *