Advertisement
স্পোর্টস ডেস্ক: আগামী ২৮ আগস্ট মাঠে গড়াবে শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। সোমবার (২৭ জুলাই) শ্রীলংকান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভা শেষে পাঁচ দলের এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানানো হয়।
তবে সবকিছুই নির্ভর করছে সরকার ও স্বাস্থ্য বিভাগের অনুমতি পাওয়ার ওপর। যদিও এক মাসের বেশি সময় ধরে শ্রীলংকায় কারফিউ কিংবা লকডাউন নেই।
শ্রীলংকান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭০ জন বিদেশি ক্রিকেটার ও ১০ জন শীর্ষ কোচ শ্রীলংকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের থাকার কথা নিশ্চিত করেছে। টুর্নামেন্টের দলগুলো হল- কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা।
প্রসঙ্গত, এলপিএলে দেশের চারটি ভেন্যুতে খেলা হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত, ম্যাচ হবে ২৩টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।