২৮ হাজার বছর পুরনো উলি ম্যামথ কোষে প্রাণ সঞ্চালনের প্রচেষ্টা

উলি ম্যামথ

একটি উলি ম্যামথ নিয়ে রেভেলুশনারি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করতে সক্ষম হলো গবেষকরা। ঐ ম্যামথ ২৮ হাজার বছর আগেই মৃত ছিলো। ২০১১ সালে সাইবেরিয়ার বরফ থেকে উলি ম্যামথের একটি বাচ্চার জীবাশ্ন এর সন্ধান পান গবেষকরা।

উলি ম্যামথ

বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী নিয়ে এ ধরনের তথ্য পাওয়া সাফল্যের পর্যায়ে পড়ে। ম্যামথ এর জীবাশ্নের বায়োলোজিকাল স্ট্রাকচার নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল ছিলো। দেহের কোষ কতটুকু সক্রিয়, ডিএনএ এর কাঠামো কেমন এসব বিষয় নিয়ে গবেষনা চলছে।

উলি ম্যামথ

জাপানের গবেষকরা ম্যামথটির মধ্যে প্রান সঞ্চালনের চেষ্টা করছে। ম্যামথটির মৃত নিউক্লিয়াই কোষ বের করার পর ইদুরের কোষ প্রবেশ করানো হয়েছে। কিন্দাই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেখক কেই মিয়ামোটো জানাম যে, অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও কোষকে জীবিত করা তোলা অসম্ভব নয়।

উলি ম্যামথ

তাদের গবেষণায় দেখা যায় যে, ম্যামথটির কিছু সেল জীবিত করা সম্ভব হয়েছে। গবেষকরা প্রথমে পেশি ও bone marrow এর স্যাম্পল কালেক্ট করেছে। ইদুরের প্রোটিন ম্যামথটির মধ্যে প্রবেশ করানোর পর অনেক কোষের নিউক্লিয়ার পুনগর্ঠনের সক্ষমতা বৃদ্ধি পায়।

ফাংশনাল নিউক্লিয়াই ২৮ হাজার বছর আগেই ম্যামথের দেহে অবস্থান করেছিলো। জেনোম এডিটিং টেকনিকের সাহায্যে ম্যামথকে পুনরায় পৃথিবীর বুকে নিয়ে আসতে চায় গবেষকরা।