বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আচ্ছা, এই পৃথিবী থেকে অনেক দূরে কোথাও যদি আপনার নামটা খোদাই করা থাকে, কেমন হয় বলুন তো! কিন্তু কে আপনি যে, আপনার নাম পৃথিবী থেকে অনেক দূরে লেখা হবে। পৃথিবীর কোথাও আপনার নাম লেখানোর সুযোগ পেলেন না, এখন পৃথিবীর বাইরে লেখাতে চাইছেন?
আসলে সাধারণ সাধারণ মানুষেরও তো অনেক কিছুই ইচ্ছা হয়। কিছু ইচ্ছার পূরণ হয়, আর কিছু ইচ্ছার কখনও পূরণ হয় না। খালি বয়ঃপ্রাপ্তিতে কোলের ছেলে বা নাতিকে তখন বলতে হয়, ‘আমারও ইচ্ছা ছিল একদিন…’! নাসা আপনার ইচ্ছের মান্যতা দিতে চলেছে এবার। পৃথিবী থেকে অনেক দূরে আপনার নাম লেখানোর বন্দোবস্ত করেছে নাসা। এতটাই দূরে যে আপনি কল্পনাও করতে পারবেন না!
মার্কিন মহাকাশ সংস্থা নাসার এটি নতুন মিশন। এই মিশনে নাসা পৃথিবীর বহু মানুষকে কোটি-কোটি কিলোমিটার দূরে মহাকাশে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে। পৃথিবীর মানুষজনের সেই নামগুলো ইউরোপা ক্লিপার মহাকাশযানে অন্তর্ভুক্ত করা হবে। এই মহাকাশযানটি ২০৩০ সালে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করতে পারে বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে।
প্রকল্পের নাম ‘মেসেজ ইন আ বটল’। এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে যারা নাম পাঠাতে চান, তাদের কোনও টাকা দিতে হবে না। নাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্কে ক্লিক করে তাদের নাম পাঠাতে হবে। নাসা এ বিষয়ে ইতিমধ্যেই একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছে। সেখানে তারা লিখছে, ‘শেষ মুহূর্তের উপহার আপনাদের জন্য! আপনাদের নাম আমরা ইউরোপা ক্লিপার মহাকাশযানে করে নিয়ে যেতে চলেছি, যা ১.৮ বিলিয়ন মাইল (২.৯ বিলিয়ন কিমি) ভ্রমণ করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।