জুমবাংলা ডেস্ক : এবার গবেষণার আওতায় নিজেদের উদ্ভাবিত কিট নিয়ে সাধারণ মানুষের অ্যান্টিবডি টেস্ট করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী ২৯ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই টেস্ট শুরু হচ্ছে।
একই দিন আরটি-পিসিআর পদ্ধতিতেও পরীক্ষা শুরু করবে এই প্রতিষ্ঠানটি। অ্যান্টিবডি পরীক্ষার জন্য ফি ধরা হয়েছে চার হাজার টাকা এবং আরটি-পিসিআরের জন্য আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। যাদের হেলথ ইনস্যুরেন্স রয়েছে তাদের ক্ষেত্রে আড়াই হাজার টাকা রাখা হবে। গণস্বাস্থ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
Advertisement
এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিটের মান আগের চেয়ে উন্নত করতে কাজ শুরু করছে সংস্থাটি। পরে তা আবারও মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।