Advertisement
বিনোদন ডেস্ক: দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশ মহল’ নামের সিনেমাটি ২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। এতে চিত্রনায়ক ইমনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।
মঙ্গলবার (০২ জুলাই) দেলোয়ার জাহান ঝন্টু সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনেমাটির পরিচালক বলেন, ‘সোমবার (১ জুলাই) প্রযোজক ও পরিবেশক সমিতিতে ‘আকাশ মহল’র মুক্তির তারিখ নিবন্ধন করেছি। সব ঠিক থাকলে ২ আগস্ট দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেবো।’
চলতি বছর ২৬ মে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এতে কাঠুরিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আইরিন। যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। তার প্রেমিক হিসেবে দেখা যাবে ইমনকে। এই ছবিতে আরও অভিনয় করেছেন ড্যানি সিডাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।