স্পোর্টস ডেস্ক: প্রতি দুই বছর অন্তর ফিফা বিশ্বকাপ আয়োজন বিষয়ে ‘মুক্তমনা’ ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। আর্সেন ওয়েঙ্গারের এই প্রস্তাব নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটিই জানিয়েছেন ইংলিশ বস।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র ডেভেলপমেন্ট পরিচালকের দায়িত্বে থাকা আর্সেনালের সাবেক কোচ ওয়েঙ্গার নতুন এই দ্বিবার্ষিক প্রস্তাবটি উত্থাপন করেছেন।
গত রোববার বিশ্বকাপের বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে ইংলিশদের ৪-০ গোলে জয়ের পর ফরাসি কোচের প্রস্তাবের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সাউথগেট বলেন, এই সম্ভাব্যতার বিষয়ে তার কোন আপত্তি নেই। তবে ফুটবল সুচিতে যেন বেশী চাপ না পড়ে।
সাউথগেট বলেন,‘ আমার মতে এ জন্য পুরো ফুটবল সুচির পর্যালোচনার প্রয়োজন। আমি জানিনা সবাই দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের অপরিচিত এই ধারনাটিকে কিভাবে গ্রহন করবে। তবে আমি এটিও জানি যে হান্ড্রেডবল ক্রিকেট বড় একটা সফলতা অর্জন করেছে। সুতরাং এই ধরনের ধারণার প্রতি আমার কোন আপত্তি নেই। তবে এমনিতেই ফুটবল ক্যালেন্ডার খুবই আটশাট। এমতাবস্থায় আরো কিছু এতে সংযুক্ত করা সম্ভব হবে না।’ সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।