আন্তর্জাতিক ডেস্ক : ইউনিয়ন মিনিস্ট্রি অব ইনফরর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিং (আইএন্ডবি) অব ইন্ডিয়া ২০২১ সালের মে মাস থেকে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেল নিষিদ্ধ করেছে। ‘ভারত বিরোধী’ বিষয়বস্তুর কারণে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
সোমবার কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনটি আরো জানায়, তথ্য প্রযুক্তির (আইটি) সেকশন ৬৯এ ধারা লঙ্ঘনের দায়ে ওই ওয়েবসাইট ও চ্যানেলগুলো মুছে ফেলা হয়। এই আইনের আওতায় কেন্দ্র যেকোনো সরকারি সংস্থাকে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য হুমকি, রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত কারণ বা বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়- এমন সব বিষয়বস্তু ব্লক করতে নির্দেশনা দিতে পারে।
হিন্দুস্তান টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি করে জানায়, ‘মন্ত্রণালয় ভারত-বিরোধী বিষয়বস্তু প্রচারের দায়ে গত দুই বছরে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউভ ভিত্তিক নিউজ চ্যানেলকে নিষিদ্ধ করেছে।’
যেসব ইউটিউব নিউজ চ্যানেল নিষিদ্ধ করা হয় সেগুলোর গ্রাহক সংখ্যা ছিল ১২,১২৩,৫০০ এরও বেশি ও এগুলোতে মোট ভিউ ছিল ১,৩২০,৪২৬,৯৬৪।
ভারতে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে আছে খবর উইথ ফ্যাক্টস, খবর তাইজ, ইনফরমেশন হাব, ফ্ল্যাশ নাও, মেরা পাকিস্তান, হাকিকাত কি দুনিয়া ও আপনি দুনিয়া টিভি।
আই অ্যান্ড বি মন্ত্রী বলেন, ‘যে (সামাজিক মিডিয়া) অ্যাকাউন্ট ষড়যন্ত্র বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।