২ মিনিটে সাফ হবে পোড়া কড়াইয়ের কালি, শুধু ছোট্ট একটি কাজ

২ মিনিটে সাফ হবে পোড়া কড়াইয়ের কালি, শুধু ছোট্ট একটি কাজ

যেভাবে সাফ হবে পোড়া কড়াইয়ের কালি, শুধু ছোট্ট একটি কাজ

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে রান্না পর সব ধরনের বাসনেই নানা ধরনের দাগ পড়ে যায়। প্রতিদিন দিন রান্না শেষ করে ভালো করে ধোয়ার পরেও থেকে যায় এই কালো দাগ (black spots)। তাই এই দাগ তোলা সত্যি খুব কঠিন কাজ হয় পরে। কিন্তু এই দাগ তোলার উপায় রয়েছে। এই প্রতিবেদনে দেওয়া হল এই কালো দাগ দূর করার উপায়।

২ মিনিটে সাফ হবে পোড়া কড়াইয়ের কালি, শুধু ছোট্ট একটি কাজ

বেকিং সোডা (Baking soda) : বেকিং সোডা প্রায় সকলের বাড়িতেই পাওয়া যায়। কড়াইয়ের কালো দাগ নিমিষে দূর করা যায় এর মাধ্যমে। প্রথমে কড়াইতে হালকা গরম জল করে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ রাখার পর একটি স্ক্রাবার দিয়ে কড়াইয়ের কালো দাগ মুছে ফেলতে হবে।

অ্যালুমিনিয়াম ফয়েল (Aluminum foil) : কড়াই বা অন্যান্য বাসনের কালো দাগ তোলার জন্য অ্যালুমিনিয়ামের ফয়েল ব্যবহার করতে হবে। বাসনের যে অংশে কালো দাগ রয়েছে সেখানে সামান্য সাবান দিয়ে এই ঘষতে হবে। তাহলেও দাগ উঠে যেতে পারে।

পাতিলেবুর রস (Lemon juice) : কালো কালি তোলার জন্য লেবুর রস ব্যবহার করা যেতে পারে। প্রথমে পোড়া কড়াইতে জল দিয়ে দু’টুকরো পাতিলেবু দিয়ে জল ঢেলে নিয়ে গ্যাস ওভেন অন করে দিতে হবে। জল গরম হওয়ার পর কিছুক্ষণ রাখার পর কড়াই ভালো করে ঘষলে সব দাগ উঠে যাবে।

গরম জল, নুন এবং ডিশওয়াশা (Hot water, salt and dishwashing liquid) : এক্ষেত্রে নুন ও ডিশওয়াশার খুব কার্যাকরী‌। তবে এর জন্য প্রথমে কড়ায়ের জল গরম করে নিতে হবে। তারপর ডিশওয়াশার ও নুন দিয়ে সামান্য ভিজিয়ে রাখতে হবে। তারপর স্ক্রাবার দিয়ে মুছে ফেললে দাগ উঠে যাবে।

ভিনিগার (Vinegar) : ভিনিগার কালো দাগ দূর করার জন্য খুব উপযোগী‌। তাই ভিনিগার দিয়ে কালো দাগ তোলার জন্য প্রথমে কড়াইয়ের যে অংশ পুড়ে গিয়েছে সেখানে ভিনিগার দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষন পর গরম জল আর লিকুইড সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।